Friday, October 24, 2025

মুখোমুখি তিন ব্যারিস্টার, রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

আরও পড়ুন

কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া–বুড়িচং) আসনে ভোটযুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনজন ব্যারিস্টার। সেই লক্ষ্যে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন তারা। তবে শঙ্কা রয়েছে মাঠের রাজনীতি নিয়ে।

বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরেছেন। তিনি বলেন, ছাত্রজীবন থেকেই বিএনপির সঙ্গে যুক্ত। লন্ডনে থাকাকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কাউকে বাধা না দিয়ে নিজ এলাকায় প্রচার চালিয়ে যেতে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির প্রার্থীদের ‘আলহামদুলিল্লাহ’ পোস্টের ভিড়ে ভিন্ন কৌশলে প্রচার চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী। তিনি বলেন, প্রার্থী হওয়া নাগরিকের মৌলিক অধিকার। আমি স্বতন্ত্রভাবে প্রচার করছি, তবে নিবন্ধিত কোনো দলের ব্যানারেও অংশ নেওয়ার সুযোগ রাখছি। শেষ পর্যন্ত হয়তো বিএনপির সমমনা কোনো জোট বা যুগপৎ আন্দোলনের দল থেকেও অংশ নিতে পারি।

আরও পড়ুনঃ  নারী শিক্ষার্থীকে লাথি, যা বলছে ছাত্রশিবির

এদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশায় আছেন আরও প্রার্থী। ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, বিগত ৩০ বছর ধরে রাজনীতি করছি। হামলা-মামলার মুখে থেকেও কখনো মাঠ ছাড়িনি। ২০২৪ সালের বন্যায় মানুষের পাশে ছিলাম।

তার কর্মী ওসমান ফেসবুকে লিখেছেন, জসিম ভাই, গ্রিন সিগনাল পেয়েই প্রচারে নেমে পড়েছেন।

অন্যদিকে বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান বলেন, ২০১৮ সালে বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে আমিই একমাত্র সক্রিয়ভাবে মাঠে আছি, এবারও মনোনয়ন চাইছি।

আরও পড়ুনঃ  গ্রামীণ ব্যাংকের পদ ছাড়তে চায় না, রাষ্ট্রের পদ ছাড়বে কিভাবে : বিএনপি নেত্রী নিলুফা

অন্যদিকে এবি পার্টির মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠে আছেন দলের কেন্দ্রীয় প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া।

জামায়াতে ইসলামী থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ড. মোবারক হোসেন, যিনি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও দলের শুরা সদস্য। তার ভাষায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছি। মানুষ এখন পরিবর্তন চায়, নৈতিক নেতৃত্ব চায়।

কুমিল্লা-৫ এখন শুধু একটি আসন নয়—এটি হয়ে উঠছে দেশের রাজনৈতিক আলোচনার নতুন কেন্দ্রবিন্দু। তিন ব্যারিস্টারের প্রতিদ্বন্দ্বিতা এই নির্বাচনি আসনকে দিয়েছে এক অদ্ভুত নাটকীয়তা, যেখানে অভিজ্ঞ রাজনীতি, পেশাদারিত্ব আর কৌশল—সব মিলেছে এক মঞ্চে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ